Welcome - Khagrachari Govt. Girls' High School

পার্বত্য জেলা খাগড়াছড়িতে নারী শিক্ষা উন্নয়নের জন্য ১৯৮৫ সনে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় Vission 2021 ও  MDG এর লক্ষ্য অর্জনে তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার মনোন্নয়নের বিকল্প নেই। বিশ্বায়নের এ যুগে আমাদের টিকে থাকার জন্য যুগোপযোগী শিক্ষা অতীব জরুরী। শিক্ষা একটি চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে নতুন প্রজন্ম মানসিক, শারীরিক এবং নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে আদর্শ নাগরিকে পরিণত হয়। খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ এলাকায় একটি ঐতিহ্যবাহী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।

তথ্য প্রযুক্তির বর্তমান এ যুগে তথ্যের অবাধ প্রবাহ, তৎসঙ্গে তথ্যের নির্ভূল ও নিশ্চিত প্রাপ্তি প্রতিটি মানুষের একান্ত কাম্য। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে নিরলস প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় আধুনিকায়নের এ যুগে আমাদের এ বিদ্যালয় তার Dynamic Website সম্প্রসারন করতে যাচ্ছে। এর ফলে বিদ্যালয়ের যাবতীয় তথ্য, বিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, সুনাম সকলেই অবগত হতে পারবে। এছাড়া বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা সংক্রান- যাবতীয় তথ্য, ফলাফল, অবকাঠামোগত অবস্থাসহ সার্বিক তথ্য অতি সহজে জানতে পারবে এবং এতদসঙ্গে শিক্ষার্থী, অভিভাবক মহল, সুধীমহলসহ সবাই বিদ্যালয় সম্পর্কে সুচিন্তিত মতামত প্রদান করতে পারবেন এবং বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো গতিশীল ও যুগোপযোগী করতে সহায়তা করবেন বলে আমার বিশ্বাস।